লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শরোর বাজার এলাকায় ঢাকাগামী নৈশকোচের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার আব্দুর রহিমের ছেলে হোসেন আলী (৩০) ও রংপুরের গঙ্গাচড়া এলাকার আব্দুল আজিজ মুন্সির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
নিহত আনোয়ার হোসেন স্ত্রী নাজিরা বেগম, দুই মেয়ে স্মৃতি বেগম ও চিন্তি বেগমকে নিয়ে পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকায় শ্বশুড়বাড়ীতেই বসবাস করতেন।
পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আঞ্চলিক সড়ক থেকে শরোর বাজার নামক এলাকায় মোটরসাইকেল যোগে আনোয়ার হোসেন এবং হোসেন আলী লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কে উঠার সময় বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ লালমনি পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১০৬৫৭) চাপা দেয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। যাত্রীরাও নেমে চলে যায়।
আনোয়ার হোসেনের শ্বশুড় মতিয়ার হোসেন বলেন, আমার জামাই তামাকের ব্যবসা করে। সেলুন ব্যবসায়ী বন্ধু হোসেন আলীর বাড়ি থেকে ফেরার পথে শরোর বাজার এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছে।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।