ঢাকা: সদ্যশেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজ মাতানো ক্রিকেটার ও সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকার এবং অভিষেক মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।
রোববার বিকেলে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দলের বাহিরে থাকা পেসার রবিউল ইসলাম শিবলু। এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক মুক্তিযোদ্ধা ব্যক্তিসহও অন্যান্যরা।
নিজ জন্মস্থান সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকার। তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ান ভারতের বিপক্ষে ম্যাচ খেলা পেরে এবং দেশে মাটিতে আমরা সিরিজ জয় করতে পেরে আমি আনন্দিত, গর্বিত।
ভারতের বিপক্ষে দেশে মাটিতে প্রথমবারের মত খেলতে নেমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উড়তে দেখে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছিল বলে জানান, সিরিজ জয়ের নায়ক ও অভিষেক মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ বলেন, তার স্বপ্ন বাংলাদেশ দল আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ছিনিয়ে আনবে বিজয় ট্রফি।