ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান