পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫

ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।