ডেস্ক: কুয়েতের রাজধানী কুয়েত সিটির শিয়া মসজিদে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার কুয়েত সিটির আল ইমাম আল সাদেক মসজিদে আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত ও ২২৭ জন আহত হন।
হামলায় জড়িতদের গ্রেফতারে কুয়েতেরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরুর পর হামলাকারীকে ওই মসজিদে নিয়ে যাওয়া গাড়ির মালিক ও চালক এবং হামলাকারী যে বাসায় উঠেছিল সেই বাসার মালিককে গ্রেফতার করা হয়।
তাদের কাছ নিশ্চিত হওয়ার এ তথ্য জানান কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সৌদি আরবের নজদ প্রদেশ সংশ্লিষ্ট ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ ওই হামলার দায় স্বীকার করে। আবু সুলেইমান আল মুওয়াহহিদ নামে এক আইএস জঙ্গি আত্মঘাতী হামলাটি চালায় বলে দাবি করে আইএসের ওই গ্রুপ।
তবে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, আইএসের দেওয়া হামলাকরীর পরিচয়টি তার আসল পরিচয় নয়। হামলাকারী সৌদি নাগরিক হলেও তার আসল নাম ফাহাদ সুলেইমান আবদুল মোহসেন আল ক্বাবা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীর একটি ছবিও প্রকাশ করে। এতে মাথায় ঐতিহ্যবাহী সৌদি রুমাল পরিহিত দাড়িওয়ালা এক যুবককে দেখা যায়।
হামলার দিন শুক্রবার সকালেই সে কুয়েতে প্রবেশ করে। হামলাকারীকে ওই মসজিদে নিয়ে যাওয়া গাড়ির চালক আবদুল রহমান সাবাহ আইদান সউদ ও গাড়ির মালিক জাররাহ নিমর মেজবিল ঘাজিকে গ্রেফতার করেছে কুয়েতের নিরাপত্তারক্ষী বাহিনী। কুয়েতে আসার পর ওই হামলাকরী যে বাড়িতে ছিল সে বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই হামলায় নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে কুয়েত। নিহত ২৬ জনের মধ্যে ১৮ জন কুয়েতি নাগরিক; বাকীদের মধ্যে তিনজন ইরানি, দুজন ভারতীয় এবং এক জন করে পাকিস্তান ও সৌদি আরবের নাগরিক রয়েছেন।
সূত্র: এএফপি