বগুড়া: বগুড়ায় এক যুবলীগ নেতার ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে পুলিশের গ্রেফতার হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করার পর পুলিশ স্থানীয় গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতিসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার অভিযানের নামে পুলিশী হয়রানির প্রতিবাদে রোববার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ‘ছ’ মিল এলাকায় মানববন্ধন পালন করে এলাকাবাসী। এসময় তারা এলাকার বাসিন্দা জেলা যুবলীগের এক নেতার রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ডের প্রতিবাদ জানায়। মানববন্ধন থেকে ফেরার পথে পুলিশ ফয়সাল (২৫) নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে বলে জানাগেছে। তিনি গোকুল গ্রামের ফেরদৌস আলমের ছেলে।
মানববন্ধন কর্মসূচির পর বিকেল সাড়ে ৪টার দিকে মানববন্ধনের নেতৃত্বদানকারী গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে পলাশবাড়ী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। মিজানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধাঘন্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পার্শ্বে শতশত যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ কর্মীরা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম বগুড়ার বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান