চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জব্দকৃত কনটেইনার থেকে ১৮৫ কেজি তেলমিশ্রিত কোকেন সনাক্ত হওয়ার ঘটনায় ‘আমদানিকারক’ প্রতিষ্ঠান খান জাহান আলী এন্টারপ্রাইজ এর মালিক নূর মোহাম্মদকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের নির্দেশে শনিবার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক ওসমান গণি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) এস এম তানভীর আরাফাত জানান, মামলায় খান জাহান আলী এন্টারপ্রাইজ এর মালিক নূর মোহাম্মদ ও তাদের অংশীদার প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারীর মালিক গোলাম মোস্তফা সোহেলসহ আরো অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি বন্দর থানা তদন্ত করবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে সূর্যমুখি তেলবাহী আটক কনটেইনারটি চীন থেকে পাঠানো হয় বলিভিয়ার মন্টিকন বন্দরে। এরপর সেখান থেকে এটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর এবং সিঙ্গাপুর হয়ে ১২ মে চট্টগ্রামে বন্দরে আসে। চালানটির রফতানিকারক বলিভিয়ার সান্তা ক্রুজ কোম্পানি থেকে খাতুনগঞ্জের নবী মার্কেটের খান জাহান আলীর প্যাড ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের কর্মচারি সোহেল সান ফ্লাওয়ার তেলের চালানটি আমদানি করেন।
গত ৬ জুন রাতে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যে নগর গোয়েন্দা পুলিশ নবী মার্কেটের খান জাহান আলী এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে কর্মচারি সোহেলকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে বন্দরে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহযোগিতায় কনটেইনারটি জব্দ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান