ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ফিরিয়ে দিয়েছে। ওমরা পালনের উদ্দেশে ফালু সৌদি-আরব যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন।
ইমিগ্রেশন পুলিশের দাবি মোসাদ্দেক আলী ফালুর বিদেশ যেতে পুলিশ ক্লিয়ারেন্স নেই।
শনিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে তাকে বিমান বন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়। মোসাদ্দেক আলী ফালু গত বুধবার জামিনে মুক্তি পেয়ে অসুস্থতার জন্য বারডেম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ওমরা পালনের জন্য শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি এমিরাত এয়ারলাইন্সের একটি বিমানযোগে সৌদি আরব যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমান বন্দরে যান। সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।
ফালু এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রেসিডেন্ট।