অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ Logo লালমনিরহাটে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক ব্যবসায়ী আটক। Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান

মেঘনার তীব্র ভাঙন, হুমকির মুখে মনপুরা শহর

500x350_d8b4fd01e3fdfef5e858c5b2d715f8a7_BOLA20140828202236বাংলার খবর২৪.কম : বেড়ি বাঁধ থেকে মনপুরা শহরের দুরত্ব মাএ ৩০০গজ। শহর রক্ষা বাঁধ প্রকল্প এখনো পুরোপুরি সম্পন্ন না হওয়ায় রাক্ষুসি মেঘনার আগ্রাসী ছোবলে উপজেলা শহর বর্তমানে হুমকির মুখে।
এবার বর্ষা মৌসুমে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। আতংকে দিন পার করছেন শহরের পাঁচ শতাধিক ব্যবসায়ী ও সহস্রাধিক পরিবারের হাজার হাজার মানুষ।
এ পর্যন্ত লক্ষাধিক একর জমি এবং শত শত কোটি টাকার সম্পদ, ২০টি গ্রাম ও ১০টি বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে রাস্তা বা বেড়ি বাঁধের পাশে কিংবা আদর্শ গ্রামে মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার মানুষ।
ভোলা জেলা থেকে দ্বীপ বিচ্ছিন্ন প্রমওা মেঘনা নদী বেষ্টিত অবহেলিত এবং চির বঞ্চিত জনপদের নাম মনপুরা। একসময় ভোলার মূল ভূখণ্ডের সঙ্গে মিশে ছিল। দুরত্ব ছিল মাএ একটি খাল। হঠাৎ এক রাতের প্রচন্ড জোয়ারে খালটি বিশাল নদীতে পরিণত হয়। তখন থেকে আজ পর্যন্ত যুগ যুগ ধরে রাক্ষুসি মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে।
মেঘনার করাল গ্রাসে প্রতিবছরই বহু পরিবারকে তাদের বাড়িঘর নিয়ে স্থানান্তরিত হতে হয়। অনেকে যাব যাব করে যেতে পারছেন না টাকার অভাবে। ঘর হতে মাত্র কয়েক গজ দূরে মেঘনা নদী। রাতে মেঘনার শো শো শব্দ কানের মধ্যে বিষের হুল ফোটায়। একসময় উপায়স্তর না পেয়ে রাস্তা বা বেড়ি বাধের পাশে আশ্রয় নেয় কোন মতে মাথা গোজার জন্য।
অব্যাহত ভাঙ্গনের ফলে অনেকে মনপুরারই বিচ্ছন্ন এলাকা চরনিজাম, কলাতলীর চর এবং ঢাল চরে আশ্রয় নিচ্ছেন। মেঘনার ভাঙ্গনের থাবায় গত পাঁচ বছরে কাটার খাল ও রামনেওয়াজ এলাকায় চাইয়ের নিচে পড়ে পৃথক পৃথক সময়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। অস্তিত্ব হারিয়েছে লক্ষাধিক একর জমি। পাশাপাশি শত শত কোটি টাকার সম্পদ তলিয়ে গেছে।
এর মধ্যে মনপুরার ২০টি গ্রাম বিলীন হয়ে গেছে। যার মধ্যে কলাতলী, আন্দির পাড়, রমানেওয়াজ, কাউয়ারটের, কুলাগাজীর তালুক, সোনার চর, মিয়া জমির্শা, চরজ্ঞান, ভুলাইকান্দি, মহাজনকান্দি, চরকৃষ্ণ প্রসাদ ইত্যাদি উল্লেখযোগ্য। এর মধ্যে কিছু কিছু গ্রামের অস্তিত্ব থাকলেও কলাতলী, মিয়াজমির্শা, ভুলাইকান্দি, ফরাজিকান্দি, মহাজনকান্দি, খাসমহলসহ কয়েকটি গ্রামের কোন চিহ্নও নেই।
মেঘনার ভাঙনে স্থানান্তরিত হওয়া ১০টি বাজারের মধ্যে হাজীর হাট পাঁচ বার, নায়েবের হাট দু’বার, রামনেওয়াজ বাজার পাঁচ বার, মাওলানা বাজার দু’বার করে স্থানান্তরিত হলেও কউয়ার টেক বাজার, দাসের হাট, মুন্দার হাট ও কর্তার হাট বর্তমানে কেবলই স্মৃতি।
স্থানান্তরিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে হাজীর হাট মডেল সরকারী প্রা: বিদ্যালয়, মনপুরা সরকারী প্রা: বিদ্যালয়, চর কৃষ্ণ প্রসাদ সরকারী প্রা: বিদ্যালয়, আন্দির পাড় সরকারী প্রা: বিদ্যালয়, দাসের হাট সরকারী প্রা: বিদ্যালয়, মাছুয়াখালী সরকারী প্রা: বিদ্যালয়, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়, আন্দির পাড় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
নদী ভাঙনের কবলে পড়ে স্থানান্তারিত হওয়া এসব প্রতিষ্ঠান বর্তমানে তাদের পূর্ব সুনাম হারাতে বসেছে। শুকনো মৌসুমে নদী ভাঙ্গনের তীব্রতা না থাকলেও বর্ষা মৌসুমে মেঘনার প্রচন্ড ভাঙ্গনে মনপুরার প্রধান শহর যেকোন সময় বিলীন হওয়ার আশংকা পিছু ছাড়ছেন।
শহর থেকে মেঘনার দুরত্ব মাএ ৩০০ গজ। নদীর কাছাকাছি অবস্থিত হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা বনবিভাগ কার্যালয়, পোস্ট অফিস, মনপুরা থানা, হাজীর হাট বাজার, উপজেলা হাসপাতাল, উপজেলা পরিষদ চওরসহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনা বর্তমানে হুমকীর সম্মুখীন। যে কোন মুহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশংকায় দিন পার করছেন হাজীর হাট বাজারের ৫ শতাধিক ব্যাবসায়ী এবং সহস্রাধিক পরিবারের হাজার হাজার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্যাহ আল বাকি এ প্রতিবেদককে বলেন, মনপুরা একটি সোনার দ্বীপ। এ দ্বীপের মধ্যে লুকিয়ে আছে পর্যটনের বিরাট সম্ভাবনা। এ দ্বীপ উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে বাচানোর জন্য শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে উপজেলাকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য আরও প্রকল্প হাতে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

মেঘনার তীব্র ভাঙন, হুমকির মুখে মনপুরা শহর

আপডেট টাইম : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪

500x350_d8b4fd01e3fdfef5e858c5b2d715f8a7_BOLA20140828202236বাংলার খবর২৪.কম : বেড়ি বাঁধ থেকে মনপুরা শহরের দুরত্ব মাএ ৩০০গজ। শহর রক্ষা বাঁধ প্রকল্প এখনো পুরোপুরি সম্পন্ন না হওয়ায় রাক্ষুসি মেঘনার আগ্রাসী ছোবলে উপজেলা শহর বর্তমানে হুমকির মুখে।
এবার বর্ষা মৌসুমে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। আতংকে দিন পার করছেন শহরের পাঁচ শতাধিক ব্যবসায়ী ও সহস্রাধিক পরিবারের হাজার হাজার মানুষ।
এ পর্যন্ত লক্ষাধিক একর জমি এবং শত শত কোটি টাকার সম্পদ, ২০টি গ্রাম ও ১০টি বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে রাস্তা বা বেড়ি বাঁধের পাশে কিংবা আদর্শ গ্রামে মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার মানুষ।
ভোলা জেলা থেকে দ্বীপ বিচ্ছিন্ন প্রমওা মেঘনা নদী বেষ্টিত অবহেলিত এবং চির বঞ্চিত জনপদের নাম মনপুরা। একসময় ভোলার মূল ভূখণ্ডের সঙ্গে মিশে ছিল। দুরত্ব ছিল মাএ একটি খাল। হঠাৎ এক রাতের প্রচন্ড জোয়ারে খালটি বিশাল নদীতে পরিণত হয়। তখন থেকে আজ পর্যন্ত যুগ যুগ ধরে রাক্ষুসি মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে।
মেঘনার করাল গ্রাসে প্রতিবছরই বহু পরিবারকে তাদের বাড়িঘর নিয়ে স্থানান্তরিত হতে হয়। অনেকে যাব যাব করে যেতে পারছেন না টাকার অভাবে। ঘর হতে মাত্র কয়েক গজ দূরে মেঘনা নদী। রাতে মেঘনার শো শো শব্দ কানের মধ্যে বিষের হুল ফোটায়। একসময় উপায়স্তর না পেয়ে রাস্তা বা বেড়ি বাধের পাশে আশ্রয় নেয় কোন মতে মাথা গোজার জন্য।
অব্যাহত ভাঙ্গনের ফলে অনেকে মনপুরারই বিচ্ছন্ন এলাকা চরনিজাম, কলাতলীর চর এবং ঢাল চরে আশ্রয় নিচ্ছেন। মেঘনার ভাঙ্গনের থাবায় গত পাঁচ বছরে কাটার খাল ও রামনেওয়াজ এলাকায় চাইয়ের নিচে পড়ে পৃথক পৃথক সময়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। অস্তিত্ব হারিয়েছে লক্ষাধিক একর জমি। পাশাপাশি শত শত কোটি টাকার সম্পদ তলিয়ে গেছে।
এর মধ্যে মনপুরার ২০টি গ্রাম বিলীন হয়ে গেছে। যার মধ্যে কলাতলী, আন্দির পাড়, রমানেওয়াজ, কাউয়ারটের, কুলাগাজীর তালুক, সোনার চর, মিয়া জমির্শা, চরজ্ঞান, ভুলাইকান্দি, মহাজনকান্দি, চরকৃষ্ণ প্রসাদ ইত্যাদি উল্লেখযোগ্য। এর মধ্যে কিছু কিছু গ্রামের অস্তিত্ব থাকলেও কলাতলী, মিয়াজমির্শা, ভুলাইকান্দি, ফরাজিকান্দি, মহাজনকান্দি, খাসমহলসহ কয়েকটি গ্রামের কোন চিহ্নও নেই।
মেঘনার ভাঙনে স্থানান্তরিত হওয়া ১০টি বাজারের মধ্যে হাজীর হাট পাঁচ বার, নায়েবের হাট দু’বার, রামনেওয়াজ বাজার পাঁচ বার, মাওলানা বাজার দু’বার করে স্থানান্তরিত হলেও কউয়ার টেক বাজার, দাসের হাট, মুন্দার হাট ও কর্তার হাট বর্তমানে কেবলই স্মৃতি।
স্থানান্তরিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে হাজীর হাট মডেল সরকারী প্রা: বিদ্যালয়, মনপুরা সরকারী প্রা: বিদ্যালয়, চর কৃষ্ণ প্রসাদ সরকারী প্রা: বিদ্যালয়, আন্দির পাড় সরকারী প্রা: বিদ্যালয়, দাসের হাট সরকারী প্রা: বিদ্যালয়, মাছুয়াখালী সরকারী প্রা: বিদ্যালয়, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়, আন্দির পাড় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
নদী ভাঙনের কবলে পড়ে স্থানান্তারিত হওয়া এসব প্রতিষ্ঠান বর্তমানে তাদের পূর্ব সুনাম হারাতে বসেছে। শুকনো মৌসুমে নদী ভাঙ্গনের তীব্রতা না থাকলেও বর্ষা মৌসুমে মেঘনার প্রচন্ড ভাঙ্গনে মনপুরার প্রধান শহর যেকোন সময় বিলীন হওয়ার আশংকা পিছু ছাড়ছেন।
শহর থেকে মেঘনার দুরত্ব মাএ ৩০০ গজ। নদীর কাছাকাছি অবস্থিত হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা বনবিভাগ কার্যালয়, পোস্ট অফিস, মনপুরা থানা, হাজীর হাট বাজার, উপজেলা হাসপাতাল, উপজেলা পরিষদ চওরসহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনা বর্তমানে হুমকীর সম্মুখীন। যে কোন মুহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশংকায় দিন পার করছেন হাজীর হাট বাজারের ৫ শতাধিক ব্যাবসায়ী এবং সহস্রাধিক পরিবারের হাজার হাজার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্যাহ আল বাকি এ প্রতিবেদককে বলেন, মনপুরা একটি সোনার দ্বীপ। এ দ্বীপের মধ্যে লুকিয়ে আছে পর্যটনের বিরাট সম্ভাবনা। এ দ্বীপ উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে বাচানোর জন্য শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে উপজেলাকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য আরও প্রকল্প হাতে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।