ঢাকা : দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সকল রাজনৈতিক দল সমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জাতীয় পার্টি (কাজী জাফর ) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
খালেদা জিয়া বলেন, ভোটবিহীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশে বেড়ে চলেছে দুর্নীতি , গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাদাবাজি। সরকারি দলের লোকেরা লুটপাটে ব্যস্ত।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, আসুন কে ছোট কে বড় রাজনৈতিক দল এসব কথা না ভেবে দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি। কারণ এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে।
শনিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (বসুন্ধরায়) জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনীবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনদের সম্মানে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর) এ ইফতার মাহফিলের আয়োজন করেন।ইফতার মাহফিলে জোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহেদী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ২০ দলের শীর্ষ নেতারা।
কূটনীতিকদের মধ্যে চীনের রাষ্ট্রদূত মা নি কিয়াং উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে ড. মাহফুজুল্লা, ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী।
বিএনপি নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা ও সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা। এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজরে রাব্বী চৌধুরী, আতিকুর রহমান আতিক, নওয়াব আলী আব্বাস, এস এম এম আলম, এডভোকেট সফিউদ্দিন ভূইয়া, এডভোকেট মাওলানা রুহুল আমীন, সেলিম মাষ্টার. প্রফেসর ড. শহীদুল ইসলাম ও আহসান হাবিব লিংকনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান