ঢাকা : সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গুরুতর অসুস্থ। মূত্রথলি ও কিডনি জটিলতার পাশাপাশি ডান পায়েয় হাড়ের ক্ষয় রোগে ভুগছেন তিনি। চিকিৎসকরা বনানীর বাসায় তার চিকিৎসা দিচ্ছেন। গত ২২ মে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় শমসের মবিন মুক্তি পান। বিকেলে অসুস্থ শমসের মবিন চৌধুরী বলেন, আমি ভীষণ অসুস্থ। পুরোপুরি বিছানায় আছি। ডান পায়ে ব্যথা ও মূত্রথলিতে প্রচ- সমস্যা হচ্ছে। অর্থোপেডিক বিশেষজ্ঞ আমিনুল হাসান ও মো. জাহিদের তত্ত্বাবধায়নে বনানী ডিওএইচএস’র বাসায় শমসের মবিনের চিকিৎসা চলছে বলে পরিবারের সদস্যরা জানান।
সরকার বিরোধী আন্দোলনের সময়ে গত ৮ জানুয়ারি বনানীর বাসা থেকে গোয়েন্দা পুলিশ শমসের মবিনকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর গাড়ি পোড়ানোসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কারাগারে অসুস্থ অবস্থায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়া পর থেকে শমসের মবিন দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান অসুস্থ নেতাকে দেখে এসে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন শমসের মবিন চৌধুরী। বর্তমানে আহত সেই স্থানে হাড়ে ক্ষয় হচ্ছে। এজন্য তিনি ভীষণ ব্যথায় প্রচ- কষ্ট পাচ্ছেন। ১৯৯২ সালে সুইজারল্যান্ডের যে হাসপাতালে তার ডান পায়ের অস্ত্রোপচার হয়েছিলো, সেই হাসপাতালে দ্রুত যোগাযোগের জন্য বাংলাদেশের চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মবিন বর্তমান সরকারের আমলে দুই দফা কারাভোগ করেন। সর্বশেষ এই বছরের ৭ জানুয়ারি ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাতের পরদিন রাতে শমসের মবিনকে বনানীর বাসা থেকে গ্রেফতার হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান