ডেস্ক: শ্রীলংকার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এই গ্রীষ্মেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন।
কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন, এরকম একটি ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়।
৩৭ বছর বয়সী সাঙ্গাকারা এরই মধ্যে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলার পর তিনি নিজের দেশের মাটিতেই শেষ করতে যাচ্ছেন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।
শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব বাঁহাতী ব্যাটসম্যান সাঙ্গাকারার।
টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর স্থান পঞ্চম।
২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১৩২ টি ম্যাচ থেকে তিনি স্কোর করেছেন ১২,৩০৫ রান। এতে রয়েছে তাঁর ৩৮টি সেঞ্চুরি এবং ৫২টি অর্ধ-শতরান।
সাঙ্গাকারা তাঁর শেষ টি টোয়েন্টি খেলেন গত বছরের বিশ্ব টি টোয়েন্টি প্রতিযোগিতায় যেটিতে শিরোপা জয়ী হয়েছিল শ্রীলংকা।
তার শেষ ওডিআই ছিল এ বছরের বিশ্বকাপের সময়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান