পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গ্রীসে ঋণ সংকট: ৫ জুলাই গণভোট

ডেস্ক : গ্রীসের ঋণ সংকট সমাধানে বিদেশি ঋণদাতাদের প্রস্তাবিত বেল আউট নিয়ে নাগরিকদের মতামত নিতে পাঁচ জুলাই গণভোট অনুষ্ঠিত হবে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস এ ঘোষণা দিয়েছেন।

গণমাধ্যমে একটি বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, তাদের ওই প্রস্তাব অবমাননাকর ও সেটি বাস্তবায়নে গ্রীসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছিল গ্রীসের সরকার। কারণ সরকার বলছে, যে ব্যয়সংকোচনের প্রস্তাব করা হয়েছে, তা পালন করা গ্রীসের পক্ষে কঠিন।

তবে গ্রীসকে এই জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলকে দেড় বিলিয়ন পাউন্ড ঋণ পরিশোধ করতে হবে।

ফলে গত কয়েকদিন ধরেই ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের আলোচনা চলছিল।

সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, গ্রীস যদি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়, তাহলে তারা ১৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড পাবে, তবে সেজন্য তাদের অনেক সংস্কার করতে হবে।

তবে মি. সিপরাস বলছেন, এসব প্রস্তাব ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্গণ। গ্রীসের জনগণ কোনো ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। ওই ব্যয়সংকোচন নীতি গ্রীস গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত গ্রীসের জনগণই নেবে।

প্রস্তাবটি মেনে নিতে গ্রীসের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তবে পাঁচ জুলাইয়ের গণভোটের পর গ্রীস এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তারা ঘোষণা করেছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

গ্রীসে ঋণ সংকট: ৫ জুলাই গণভোট

আপডেট টাইম : ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫

ডেস্ক : গ্রীসের ঋণ সংকট সমাধানে বিদেশি ঋণদাতাদের প্রস্তাবিত বেল আউট নিয়ে নাগরিকদের মতামত নিতে পাঁচ জুলাই গণভোট অনুষ্ঠিত হবে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস এ ঘোষণা দিয়েছেন।

গণমাধ্যমে একটি বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, তাদের ওই প্রস্তাব অবমাননাকর ও সেটি বাস্তবায়নে গ্রীসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছিল গ্রীসের সরকার। কারণ সরকার বলছে, যে ব্যয়সংকোচনের প্রস্তাব করা হয়েছে, তা পালন করা গ্রীসের পক্ষে কঠিন।

তবে গ্রীসকে এই জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলকে দেড় বিলিয়ন পাউন্ড ঋণ পরিশোধ করতে হবে।

ফলে গত কয়েকদিন ধরেই ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের আলোচনা চলছিল।

সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, গ্রীস যদি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়, তাহলে তারা ১৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড পাবে, তবে সেজন্য তাদের অনেক সংস্কার করতে হবে।

তবে মি. সিপরাস বলছেন, এসব প্রস্তাব ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্গণ। গ্রীসের জনগণ কোনো ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। ওই ব্যয়সংকোচন নীতি গ্রীস গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত গ্রীসের জনগণই নেবে।

প্রস্তাবটি মেনে নিতে গ্রীসের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তবে পাঁচ জুলাইয়ের গণভোটের পর গ্রীস এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তারা ঘোষণা করেছে।

সূত্র: বিবিসি