ঢাকা : জনগণের বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির একতরফা ও সিটি কর্পোরেশনে প্রহসনের নির্বাচনের পর অনেকে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়নি। প্রকৃতপক্ষে হতাশাগ্রস্ত হয়েছে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, আর যারা সিটি কর্পোরেশন নির্বাচনের জোর করে দখল করে নিয়েছে তারা। বিএনপির শক্তি জনগণ, তাই এ দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, যারা মনে করেছিলো বিএনপি আর উঠতে পারবে না তাদের মুখে চুনকালি পড়েছে, আজকের ইফতার মাহফিলে নেতাকর্মীদের এই অংশগ্রহণ প্রমাণ করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ২০দলীয় জোটের মহানগর নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে যোগদেন ভারতের সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রাকেশ রামান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান