ঢাকা: ভারতের গুজরাট রাজ্যে গত চার দিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস’র বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি মারা গেছে আমরেলি জেলায়।
গুজরাট দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, জেলায় ৩৩ জন লোক মারা গেছে। এ ছাড়া ভবননগর জেলায় তিনজন এবং রাজকট ও ভারুচ জেলায় পাঁচজন করে মারা গেছেন।
আহমেদাবাদ আবহাওয়া বিভাগ শুক্রবার বলেছে, আগামী কয়েকদিন মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এদিকে, গুজরাট সরকার মৃতের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিতিন প্যাটেল বলেছেন, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান