ঢাকা : অর্থায়ন সঙ্কটে ভুগতে থাকা বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে তিন ফরাসি ব্যাংক।
কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রস্তাবিত জায়গা সুন্দরবনের কাছাকাছি হওয়ায় পরিবেশবিদরা এর তীব্র বিরোধীতা করছেন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্পটি ন্যুনতম পরিবেশগত ও সামাজিক মানদ-ে সঙ্গে অসঙ্গতিপূর্ন। শুক্রবার এ খবর দিয়েছে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, ছয় মাস আগে নরওয়ের দুইটি পেনশন তহবিল কর্তৃপক্ষ ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) থেকে নিজেদের বিনিয়োগ উঠিয়ে নিয়েছে।
প্রসঙ্গত, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মান করছে এনটিপিসি। গত ৬ই জুন বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামপালের ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটি অনুমোদন করেন। সে সময় তিনি দাবি করেন, বাংলাদেশের আইন ও প্রবিধান অনুযায়ী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে অগ্রগতি হচ্ছে। আমরা বাংলাদেশে ও ভারতে বিদ্যুৎ খাতে একসঙ্গে আরও অনেককিছু করতে পারবো।