ডেস্ক : পাকিস্তানের পার্বত্য এলাকা খাইবার পাখতুনখওয়া প্রদেশে বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এখনো বেশ কিছু লোক নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বলেছে, হঠাৎ সৃষ্ট বন্যায় একটি মাদরাসা, কয়েকটি দোকান ও বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু।
মাদরাসার বেশ কিছু ছাত্র ও স্থানীয় বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।