ঢাকা : বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রভাবশালী নেতা সেপ ব্লাটার দাবি করেছেন, আমি এখনো সভাপতির পদ থেকে পদত্যাগ করিনি। বরং আমি নিজেকে এবং আমার দপ্তরকে ফিফা কংগ্রেসের হাতে তুলে দিয়েছি।
গতকাল সুইস দৈনিক ব্লিক-কে এমন কথা বলেন ফিফার টানা ১৭ বছরের সভাপতি সেপ ব্লাটার। গত মাসে ফিফা নির্বাচন শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
গত ২৮শে মে নির্বাচনে জর্ডানের প্রিন্স আলীকে হারিয়ে পঞ্চমবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হন সেপ ব্লাটার। কিন্তু ঘুষ কেলেঙ্কারিতে ফিফার শীর্ষ ৭ কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনায় বিরূপ পরিস্থিতির মুখে নির্বাচনের চারদিনের মাথায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার। তবে ব্লাটার তার ওই ঘোষণায় পদত্যাগ (রিজাইন) শব্দটি উল্লেখ করেননি একবারও।