চুয়াডাঙ্গা : দর্শনায় পুলিশ সদস্য রিপন মুন্সীকে (৩৬) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এসময় পুলিশের কয়েকজন সোর্সও এতে আওয়ামী লীগের কর্মীদের সহযোগিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ভারত থেকে আসা বিভিন্ন পোশাকের শুল্ক না দেয়াকে কেন্দ্র করে কাস্টমস পুলিশ সদস্য রিপন মুন্সীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এসময় আওয়ামী লীগের কর্মীরা রিপনের উপর হামলা চালায়।
শুক্রবার বিকাল ৬ টার দিকে উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট কাস্টমস অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারত থেকে আসা শুল্কযোগ্য প্রায় ১০ লক্ষাধিক টাকার পোশাক কাস্টমস অফিসের সামনে থেকে কাস্টমস পুলিশ আটক করে অফিস কক্ষের মধ্যে নিয়ে যায়।
এ সময় আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স কালা খোরশেদ, এজাজুল ও শহিদুলসহ ৬/৭ জন কাস্টমস অফিস কক্ষে প্রবেশ করে শুল্ক না দিয়ে আটককৃত পোশাকগুলো ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে খোরশেদ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে কাস্টমস পুলিশ সদস্য রিপন মুন্সীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।
দর্শনা কাস্টমস ইন্সপেকটর কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।