সুনামগঞ্জ : সুনামগঞ্জে ৪ শতাধিক দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” এই কর্মসূচির উদ্যোগ নেয় এবং পিকেএসএফ এর অর্থায়নে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
শুক্রবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে হতদরিদ্র ৪ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু, দাঁত ও ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।
জানা গেছে, কার্যক্রমের সার্বিক সমন্বয়ে ছিলেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মজিবুল হক। সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর সহকারী পরিচালক ডা. মো. মফিজুল ইসলাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম ও মেডিকেল অফিসার ডা. শাকুর মাহমুদও তাদের চিকিৎসাসেবা প্রদান করেন।
উল্লেখ্য, এই ইউনিয়নে ইতিপূর্বে ১২ টি ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা হয়। উক্ত কর্মসূচি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান