কক্সবাজারে রামুতে পাহাড় ধস এবং ঢলের পানিতে ভেসে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপে ঝড়ে গাছ চাপায় মারা গেছে ২ জন। নিখোঁজ রয়েছে আরো ৭ জন।
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে কক্সবাজারের রামু, চকরিয়া, সদর, পেকুয়াসহ আট উপজেলার ৪০টি ইউনিয়নের দেড়শ’রও বেশি গ্রাম প্লাাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত তিন লাখ মানুষ।
গত চারদিনের টানা বুষ্টি এবং পাহাড়ী ঢলে বাঁকখালী, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তীব্র স্রোতে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়ীবাঁধ এবং ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার বেড়ীবাঁধ ভেঙ্গে পৌরসভার ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে।
রামু সদরের হাইটুপি বেড়ীবাধ ভেঙ্গে সদর উপজেলার ৭টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের লিংকরোড, রামুসহ কয়েকটি পয়েন্টে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ২য় দিনের মত যান চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার আবহওয়া অফিস বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২শ’ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান