কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএসএফ এর হাতে আটক হওয়া শিশু রনিকে(৬) দেড় মাসেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
জানা যায়, গত ১৪ এপ্রিল সীমান্ত পার হওয়ার সময় আসাম প্রদেশের টাকিমারী সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক হয় রনি। এ সময় দালাল মইনুদ্দিন কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে রনির দাদা হজরত আলী কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন চৌদ্দকুড়ি বিজিবি ক্যাম্পে জানালে রনিকে ফেরত চেয়ে টাকিমারী বিএসএফ ক্যাম্পে পত্র পাঠায় বিজিবি। এরপর কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও শিশু রনিকে ফেরত দেয়নি বিএসএফ।
এদিকে, সন্তান শোকে পাগলপ্রায় তার বাবা ও মা এবং গুরুতর অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী রয়েছেন দীর্ঘ দিন থেকে তারা। রনির বাবা জয়নাল আবেদীন এ দীর্ঘ সময় প্রসাশনের দ্বারে দ্বারে ঘুরে কোন সমাধা পাচ্ছিলেন না। এখন পর্যন্ত শিশু রনিকে তার পরিবার না পেয়ে হতাশায় রয়েছে। তবে বিএসএফ সম্প্রতি তাকে ফেরত দেয়ার কথা জানিয়ে বিজিবিকে শিশুটির বাবা-মাসহ তাদের ঠিকানা ও আইডি মিলে সকল পরিচয় নিশ্চিত করতে বলেছেন।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল জাকির হোসেন জানান, শিশু রনিকে বাংলাদেশে ফেরত আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান