কক্সবাজার : রামুতে পাহাড় ধসে ও পানিতে তলিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে রামুতে বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে।
৩ দিনের টানা বৃষ্টিতে কক্সবাজারের সদর, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও পেকুয়া উপজেলার অধিকাংশ এলাকা এখন পানির নিচে।
শুক্রবার পাহাড় ধসে জোয়ারিয়া নালা, কাউয়ার খোপ ইউনিয়নের ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলো আমির হোসেন (৪৫) ও গুরাপুতু (২০)।
বৃহস্পতিবার গর্জনিয়া ইনিয়নে এক কন্যা শিশু ও এক তরণী বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছে।
অন্যদিকে সদর ইউনিয়ন ফতেখারকুপে পানিতে ভেসে গিয়ে শকোয়ারা নামে এক জনের মৃত্যু হয়েছে।
বন্যার ফলে গৃহহীন হয়েছে হাজার পরিবার।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা শুরু করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান