সাতক্ষীরা : সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল লতিফের ছেলে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (৫০), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে সংস্থার সাতক্ষীরা শাখার ম্যানেজার জুলকার নাইন ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার শহরের তুফান সেন্টারে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এর উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর থেকে নিয়মিত সাতক্ষীরা জেলার অফিস সমূহ খুলছে সংস্থাটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান