কুষ্টিয়া : জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সরকার সমর্থক প্রার্থীদের পক্ষে কারচুপির অভিযোগে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় লাঠিসোঁটা নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকার সমর্থক শ্রমিকরা অবরোধকারীদের উপর হামলা চালিয়ে তাদের হটিয়ে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।
শুক্রবার সকালে জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে জাল ভোট দেওয়া শুরু হয়। এছাড়া ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে সীল মেরে নেওয়ারও অভিযোগও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা শহরের মজমপুর গেটে জড়ো হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে। সড়কের দুপাশে তৈরী হয় দীর্ঘ যানজট। প্রায় পৌনে ১ ঘণ্টা পর আওয়ামী লীগ সমর্থিত শ্রমিকরা অবরোধকারীদের উপর হামলা চালালে তারা পালিয়ে যায়। হামলায় বেশ কয়েক জন শ্রমিক আহত হন। এর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কুষ্টিয়া মডেল থানার এসআই নওশের জানান, পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। হামলার ব্যাপারে তিনি বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।