,বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘পিপলি লাইভ’ ছবির সহ পরিচালক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ ৩০ বছর বয়সী এক মার্কিন রমণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন৷ যদিও পরিচালক ও তাঁর স্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তবে শুধু ফারুকিই নয়৷ বলিউড সেলেবদের বিরুদ্ধে নানা সময়ে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ সত্যি বলেও প্রমাণিত হয়েছে৷
অঙ্কিত তিওয়ারি: ফ্যানদের কাছে তাঁর পরিচিত ‘এটিকে’ নামে৷ ‘আশিকি -২’ ছবিতে গানের জন্য প্রথম ব্যাপক জনপ্রিয়তা পান৷ ২০১৪ তে এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন৷ ম্যানেজমেন্ট প্রফেশনাল ওই তরুণীর অভিযোগ ছিল, অঙ্কিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন৷ তরুণী আরও অভিযোগ করেন, পুলিশের কাছে গেলে তাঁকে মেরে ফেলা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল৷ যদিও পরে আদালতের বাইরেই সে সমস্যা মিটে যায়৷
সুভাষ কাপুর- ‘জলি এলএলবি’ ছবির পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন সাংবাদিক-অভিনেত্রী গীতা ত্যাগি৷ গীতা ও তার বয়ফ্রেন্ড অতুল একটি ভিডিও আপলোড করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ যেখানে দেখা যায়, সুভাষ তাঁর স্ত্রীর সামনেই অভিযোগ স্বীকার করে নিচ্ছেন৷ সুভাষকে চড় মারছেন গীতা, এমনটাও দেখা যায় সে ভিডিওতে৷ সে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বলিপাড়ায়৷
মধুর ভান্ডারকর জাতীয় পুরস্কারজয়ী এইপরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রীতি জৈন নামে এক তরুণ অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত মধুর ১৬ বার সহবাস করেছিলেন তাঁর সঙ্গে৷ মধুর তাঁকে ছবিতে লিড রোল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে অভিযোগ করেছিলেন প্রীতি৷ যদিও মধুরের বিরুদ্ধে কোনও প্রমাণ না পেয়ে সর্বোচ্চ আদালত মামলা বন্ধ করে দেয়৷
দিবাকর বন্দ্যোপাধ্যায় ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, যখন তিনি ‘সাংহাই’ পরিচালনা করেছিলেন৷ উঠতি নায়িকা পায়েল রোহতাগি অভিযোগ করেছিলেন, একদিন রাতে গাড়িতে করে বাড়িতে ছেড়ে দেওয়ার সময়, দিবাকর তাঁকে বলেন, পায়েল মোটা হয়ে যাচ্ছেন৷ জামা তুলে তাঁকে পেট দেখাতে বলেছিলেন বলে দাবী করেন পায়েল৷ তিনি সেটা না করার ফলেই ‘সাংহাই’ থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়৷ যদিও এ অভিযোগ তেমন ধোপে টেকেনি৷ পরিচালক স্বীকার করেন, কিন্তু তিনি মোটা হওয়ার কথা বলেছিলেন চরিত্রের প্রয়োজনেই, তবে জামা খোলার কথা কেউ বলেননি৷
সাইনি আহুজা বলিউডের এই উঠতি নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর বাড়ির কাজের মেয়ে৷ অভিনেতা ও তাঁর স্ত্রী অস্বীকার করলেও, ডিএনএ টেস্টে অভিযোগ প্রমাণিত হয়৷ পরে অভিনেতা নিজের দোষ স্বীকার করেন৷ ৭ বছরের কারাদণ্ড হয় তাঁর৷ পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান৷ সাইনির মতো অভিনেতার এহেন ঘটনায় চমকে গিয়েছিল বলিপাড়া৷
ইন্দর কুমার ওয়ান্টেড ছবিতে সলমন খানের ভাই হয়েছিলেন বছর ২৩ এর এই অভিনেতা৷ এক মডেল তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন৷ তাঁর অভিযোগ ছিল, সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নামে ৩ দিন নিজের ফ্ল্যাটে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন ইন্দর৷ তদন্তে নেমে পুলিশ দেখেন মেয়েটির উপর অমানুষিক অত্যাচারও করা হয়েছে৷ তাঁর সারা শরীরে পোড়া দাগ. ছুরির আঘাতের চিহ্ন দেখা যায়৷ পুলিশ ইন্দরকে গ্রেফতার করে৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান