বিনোদন ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে পাঁচ উইকেট, পরের ম্যাচে ছয় এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই উইকেটসহ মোট ১৩ উইকেট তুলে নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক সিরিজে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা এবং সুরেশ রায়নাকে আউট করে ইতিহাসের পাতায় নাম লেখালেন মুস্তাফিজ। এর আগে এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছিলো ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেকসের। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষেই প্রতি ম্যাচে চার উইকেট করে সর্বমোট ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়াও একই সিরিজে ১৩ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। তবে সেটি ছিলো পাঁচ ম্যাচ সিরিজ। তিন ম্যাচের সিরিজ হিসেবে তাই মুস্তাফিজ বিশ্বরেকর্ডের অধিকারী।
সিরিজ সেরা হওয়া এই পেসারকে নিয়ে সবার মতোই মেতেছেন আলোচিত-সমালোচিত উঠতি অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপিও।
সবগুলো ম্যাচই মাঠে বসে খেলা দেখেছেন হ্যাপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, শেষ ম্যাচেও মোস্তফিজ দারুণ বোলিং করেছে। এরজন্য মুস্তাফিজকে একটা ফ্লায়িং কিস (উড়ন্ত চুমু) উপহার দিলাম।
উল্লেখ্য, পেসার রুবেল হোসেনের বিপক্ষে মামলা করার পর আলোচনায় আসেন হ্যাপি। কিছুদিন আগেই ‘আমি ভারতকে জয়ী দেখতে চায়’- এমন মন্তব্য করে সমালোচনার মুখেও পড়েন তিনি।