বাংলার খবর২৪.কম,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা সংলগ্ন আষাঢ়ীয়ারচর এলাকায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে। এই ঘটনায় দুপুর ১২টায় সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সবুজ রঙের একটি প্রাইভেট কার মেঘনা টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার করে প্রাইভেট কারের ভেতরে থাকা এক মহিলা মাদক ব্যবসায়ীসহ তিন মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. সোহেল (২৩), আমিনুর ইসলাম (৩০) ও সাফি বেগম (২০)।
গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. সোহেলের বাড়ি কক্সবাজার জেলার রামু এলাকায়। অপর দুই জনের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান