চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলষ্টেশনের কাছ থেকে অপহৃত স্কুল ছাত্রী সাগরিকা খাতুন (১৫) কে দীর্ঘ ৫ মাস পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহৃত সাগরিকা দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দামুড়হুদা থানার এস আই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে অপহৃত সাগরিকা খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, গত ০৩ রা ফেব্রুয়ারি সকালে সাগরিকা খাতুন স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বাহির হয়ে জয়রামপুর রেলষ্টেশনের কাছে পৌছায়। এসময় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাবু টিয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে মিশারসহ ৬-৭ জন মাইক্রোযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর অপহৃতের মা ডলি খাতুন বাদী হয়ে মিশার নাম উল্লেখ করে ৭ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্ত কারী কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারী মিশার দামুড়হুদায় বীজ এনজিওতে চাকুরি করার সূত্র ধরে সাগরিকার সাথে তার পরিচয় ঘটে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান