সিলেট : সিলেট মহানগরীর হাউজিং এস্টেট এলাকায় মহানগর ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক লাহিন আহমদকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কালো রঙের একটি প্রাইভেটকার হাউজিং এস্টেট গেইটের ভেতর দিয়ে বেপরোয়াভাবে চলার সময় কারের ধাক্কায় ১০-১২টি রিকশা-ভ্যান ক্ষতিগস্ত হয়। কয়েকজন পথচারীও আহত হন। এ সময় ছাত্রদল নেতা কানন ও পাবেলের নেতৃত্বে এলাকাবাসী ধাওয়া দিয়ে পীর মহল্লায় গিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করেন। তবে প্রাইভেটকার চালক পালিয়ে যায়। পরবর্তীতে কারটি ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর অফিসের সামনে নিয়ে আসা হয়।
এ সময় সিলেট মহানগর ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক লাহিন আহমদ ভিড় দেখে ঘটনা কি জানতে এগিয়ে যান। তখন ছাত্রদল নেতা কানন ও পাবেল ঘটনার বিষয়ে তাকে কিছু না বলায় তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে কানন-পাবেলের সঙ্গে লাহিনের মারামারি শুরু হয়। তাদের হাতে মার খেয়ে লাহিন চলে যান।
পরবর্তীতে রাত ৮টার দিকে লাহিন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এসে হাউজিং এস্টেট এলাকায় ভাঙচুর করে। এর ফলে হাউজিং এস্টেট গেট সংলগ্ন সনি রেস্টুরেন্ট থেকে ৮ হাজার টাকা লুট ও ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক কয়েছ আহমদ। পার্শ্ববর্তী বুটিক ঘরে ভাঙচুর করায় প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক শাহিদা নাজনিন।
এদিকে বিষয়টি জানার পর ৪নং ওয়ার্ড কাউন্সিলর কয়েস লোদী, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান