বগুড়া : বগুড়ার গাবতলীতে গ্রাম্য চিকিৎসক ও বিএনপি কর্মী আব্দুল গণি মিঠুকে (৩৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিএনপি কর্মী গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের মোফাজ্জল হক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য চিকিৎসক ও বিএনপি কর্মী মিঠু ইফতারের পর দারাইল বাজারে তার ওষুধের দোকানে বসেছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা দোকানে প্রবেশ করে মিঠুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যায়। একটি গুলি মিঠুর বাম চোখে লেগে ডান চোখের কোণা দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত মিঠুকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হলে রাতেই মিঠুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শাহ আলম জানান, চিকিৎকরা জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মিঠুর বাঁচার সম্ভাবনা খুবই কম।
গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, কেন সন্ত্রাসীরা পল্লী চিকিৎসক মিঠুকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিঠু প্রায় ৮-১০ বছর পূর্বে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে তিনি জানান।