ঢাকা : রোজা না রাখায় সিরিয়ায় দুই তরুণকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
দিনের বেলায় খেতে গিয়ে ধরা পড়ায় তাদের এই শাস্তি দেয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রাহমান জানান, সিরিয়ার দির ইজোর প্রদেশের মায়াদিন গ্রামে আইএস নিয়ন্ত্রিত জিহাদি পুলিশের সদর দফতরের কাছে দুপুরের দিকে ঐ দুই তরুণের ফাঁসি কার্যকর করা হয়।
তিনি বলেন, দুপুরে ক্রসবারের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে তাদের হত্যা করা হয়। সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানে ঝুলিয়ে রাখা হয়।
এসময় তাদের মৃতদেহের গায়ে প্লাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। তাতে লেখা ছিল ‘কোনও ধর্মীয় যুক্তি ছাড়াই তারা রোজা ভেঙেছিল।