নাটোর : বাংলাদেশে ফেরত আসা বিজিবির নায়েক আব্দুর রাজ্জাক গ্রামের বাড়িতে সবার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেছেন। এখন তিনি টেকনাফে বিজিবির ক্যাম্পে রয়েছেন।
নায়েক রাজ্জাকের স্ত্রী আসমা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী তাকে ফোন করেন। প্রায় ১০ মিনিট কথা হয় স্বামীর সাথে। তিনি সদ্যোজাত শিশুপুত্র ও সন্তানদের খোঁজ-খবর নেন এবং পরিবারের সবাইকে দেখে রাখার জন্য বলেন।
রাজ্জাকের বৃদ্ধ বাবা তোফাজ্জাল হোসেন তারা মোল্লা বলেন, বাংলাদেশে ফিরে তার ছেলে তাদের সঙ্গে কথা বলেছেন। এতে করে তাদের সকল সংশয় দূর হয়েছে। তিনি দ্রুত ছেলেকে নিজের চোখে দেখতে চান।
রাজ্জাক জানিয়েছে, সে ভাল আছে, সুস্থ আছে বলেও উল্লেখ করেন তিনি।
আসমা আরও বলেন, তার স্বামীর মুক্তিতে তিনি খুশী। রাজ্জাকের মুক্তিতে তিনি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্জাকের বড় ছেলে রাকিবুল ইসলাম বলে, আব্বু আমাকে ফোন করে কেমন আছি জানতে চেয়ে, মন দিয়ে লেখা-পড়া করার পরামর্শ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান