ডেস্ক: ইয়েমেনি শিশুদের ছিন্ন-ভিন্ন হয়ে-যাওয়া লাশ দেখে আত্মহত্যা করেছেন এক সৌদি পাইলট।
মুহাম্মাদ ওমর আল আনজি নামের একজন সৌদি পাইলট ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় অংশ নেয়ার পর নিহত শিশুদের লাশ ও ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির ছবি দেখে আত্মহত্যা করেন।
আনজি আত্মহত্যার আগে বন্ধুদের উদ্দেশে লিখেছেন, সানায় বোমা হামলা চালানোর পর ইয়েমেনি শিশুদের টুকরো টুকরো হয়ে যাওয়া লাশের ছবি ও ভিডিও দেখার পর তিনি বিবেকের দংশনের শিকার হয়েছেন। ওই চিঠিতে তিনি স্বীকার করেছেন যে, ‘ইয়েমেনের ওপর হামলা নিরপরাধ ও অরক্ষিত মানুষের বিরুদ্ধে মহা-অপরাধ। আমরা ইসলামকে ভুলে গেছি এবং আমরাও খ্রিস্টান ও ইহুদিবাদী পাইলটদের পাশাপাশি মুসলমানদের রক্তে জমিনকে রঞ্জিত করতে বাধ্য হয়েছি।’
ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, মৃত্যু ছাড়া মুক্তির অন্য কোনো পথ তার সামনে খোলা ছিল না। কারণ জীবিত থাকলে তাকে আবারও ইয়েমেনের বিরুদ্ধে গণহত্যা অভিযানে অংশ নিতে হত।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এ পর্যন্ত কয়েক হাজার ইয়েমিনি শিশু ও নারীসহ দশ হাজার বেসামরিক ইয়েমেনি সৌদি হামলায় নিহত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান