বরগুনা : আমতলীর চাওড়া লোদা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গর্ভবর্তী মহিলাসহ ১৭ জন আহত হয়েছেন।
আমতলী থানা সূত্রে জানা যায়, উপজেলার লোদা গ্রামের আনোয়ার হোসেন, সত্তার হাওলাদার ওরফে ওয়ার্কসপ সত্তার মিয়ার সাথে একই গ্রামের শহিদুল হাওলাদার গংদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দুপুরের সময় বাড়ীর আইল সীমানা সরানোকে কেন্দ্র করে আনোয়ার হোসেন, সত্তার হাওলাদার ওরফে ওয়ার্কসপ সত্তার, আরিফ, জুয়েল , মাসুম দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে অর্তর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষ শহিদুল হাওলাদার গ্রুপের বাবুল মোল্লা (৩০), নুরবানু(২৫), সোবাহান হাং (২৫), আকলিমা বেগম (৩৫), তাছলিমা (২৬), মালেকা (৬৫), গর্ভবর্তী মা মায়া বেগম (৩৫), তানজিল মোল্লা (২০), রহমান (৩০), আহসান (২৫), মালেকা (৬০) আহত হন।
এছাড়া প্রতিপক্ষ আনোয়ার হাং গ্রুপের আনোয়ার (৬০) জুয়েল(২৪), আরিফ(২৬), সত্তার(৪৫) ও মাসুম (২৬)গুরুতর আহত হন। এদের মধ্যে গুরতর আহত বাবুল মোল্লা (৩০) নুরবানু(২৫) সোবাহান হাং (২৫) গর্ভবর্তী মা মায়া বেগম(৩৫)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।