চট্টগ্রাম : চট্টগ্রামে শিল্প পুলিশে কর্মরত এক উপ-পরিদর্শককে (এসআই) বীমা কর্মকতাকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে সহযোগিসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর জুবিলি রোডের ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা থেকে এসআই মাহবুবুর রহমান ও তার সহযোগি মো.ফরিদকে আটক করা হয়। কিন্তু কোতয়ালি থানা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নেয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে শীর্ষ পুলিশের কর্মকর্তারা কোতয়ালি থানায় ছুটে যান। এরপর পরস্পরের মধ্যে সমঝোতার ভিত্তিতে এসআই মাহবুবুরকে শিল্প পুলিশের কাছে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য হস্তান্তরের প্রক্রিয়া চালানো হয়।
কোতয়ালি থানার ওসি মো.জসীম উদ্দিন জানান, পুলিশ কমিশনার শিল্প পুলিশের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন। আমরা মাহবুবুরকে শিল্প পুলিশের কাছে দিচ্ছি। লিখিত অভিযোগও তাদের দেয়া হচ্ছে। শিল্প পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।’
অভিযোগে জানা গেছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা জিয়াউল করিম বুধবার গভীর রাত দেড়টার দিকে নগরীর সুগন্ধার কার্যালয় থেকে বেরিয়ে হালিশহরে বাসায় যাচ্ছিলেন। পাঁচলাইশে সুগন্ধা আবাসিক এলাকার সামনে থেকে একটি রাইডার হিউম্যান হলারে উঠে তিনি টাইগার পাস এলাকায় গিয়ে নামেন। সেখানে একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে জিয়াউল হালিশহরের দিকে যাচ্ছিলেন।এসময় মাহবুবুর ও ফরিদ এসে তারাও হালিশহরে যাবে বলে জিয়াউলের ভাড়া করা অটোরিক্সায় উঠেন।
অটোরিক্সাটি কিছুদূর যাবার পর মাহবুবুর নিজেকে নগর গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে তার কাছে মাদক আছে অভিযোগ করে গ্রেফতারের ভয় দেখায়। এসময় মাহবুবুর অটোরিক্সাকে কদমতলীর দিকে যাবার নির্দেশ দেয়। অটোরিক্সা কদমতলী পৌঁছানোর পর মাহবুবুর ও ফরিদ মিলে জিয়াউলকে নিয়ে কয়েক ঘণ্টা রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করে। এরপর ভোরে জিয়াউলকে নিয়ে তারা স্টেশন রোডে মার্টিন হোটেলে যান। সেখানে জিয়াউলকে আটকে মাহবুবুর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। জিয়াউল টাকা দেবার কথা বলে সকাল ৯টার দিকে তাদের নিয়ে জুবিলি রোডে ডাচ বাংলা ব্যাংকের শাখায় যায়। সেখানে যাবার পর জিয়াউল জানায় তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। এক বন্ধু কিছুক্ষণের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেবে। মাহবুবুর, ফরিদ ও জিয়াউল মিলের ব্যাংকের টাকার জন্য অপেক্ষা করতে থাকেন। এর এক ফাঁকে জিয়াউল কোতয়ালি থানায় ফোন করে বিষয়টি জানান। সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে।
থানায় নেয়ার সময় মাহবুবুর ও ফরিদের হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। থানায় নেয়ার পর সেগুলো খুলে তাদের সেকেন্ড অফিসারের রুমে বসানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান