ডেস্ক : ইরাকে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ১৪ সৈনিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে এই হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
খবরে বলা হয়, আনবারে গাড়ি বোমা হামলা ও ইরাকী সৈন্যদের ওপর গুলি হামলা করেছে আইএস।
আনবারের নাদিম আল-তাকসিম এলাকায় এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ সৈনিক।
আনবারের রাজধানী রামাদি নিয়ন্ত্রণ করছে সুন্নি গোষ্ঠী আইএস। জিহাদীদের থেকে রামাদিকে মুক্ত করার জন্য লড়ছে সরকারি সৈন্য ও তাদের সহযোগী শিয়া যোদ্ধারা।
এদিকে খবরে বলা হয়েছে, একই দিন রামাদির পশ্চিমে হিট শহরে গুলি হামলা করেছে আইএস। এতে অন্তত ৯ বেসমারিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
সূত্র : রয়টার্স