কক্সবাজার : বর্ষার প্রথম বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার জনপদ। পানির নিচে তলিয়ে গিয়ে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বসতভিটা, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ফসলের ক্ষেত, চিংড়িঘেরসহ সব অবকাঠামোর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
শহরের চেয়ে গ্রামীণ পর্যায়ে ক্ষতির পরিমাণ অত্যধিক। মানুষ ও গবাদিসহ প্রাণীর বড় ধরণের ক্ষতি না হলেও বৃষ্টিতে সৃষ্ট ঢলে অসম্ভব দুর্ভোগে পড়েছে তারা। একই সাথে থমকে গেছে মানুষের যাবতীয় নিত্যনৈমত্তিক কার্যক্রম। বৃষ্টির দিনে কক্সবাজার শহরসহ জেলা জুড়ে এ চিত্র বিরাজ করেছে।
তবে টানা বর্ষণের মাত্রা না কমায় ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে রামুতে বন্যার পানি থেকে বাঁচতে নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নৌকা ডুবে ২ জন মারা গেছে। এরা হলো রাম্ু উপজেলার ক্যাজর বিলের কাদের মোহাম্মদের কন্যা কামরুন্নাহার (২০) ও এরশাদ উল্লাহর কন্যা হুমাইরা (৩)।
অন্যদিকে অবিরাম বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দুপুরে কাউন্সিলরদের সাথে এক জরুরি বৈঠক করেছে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল।
তিনি বলেছেন, পেশকার পাড়াস্থ সুইচ গেইট অকেজো হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হয়েচ্ছে।
কিন্তু ওই সুইচ গেইট পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকায় পৌরসভা কোন ব্যবস্থা নিতে পারছে না।
সার্বিক বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম সাহা জানিয়েছেন, প্রবল বর্ষণে জেলার ক্ষতিগ্রস্থ এলাকার খোঁজ-খবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান