ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা যে দলই করিনা কেন, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, দেশ ও দেশের মানুষকে রক্ষা করা। তাই কেবল বিএনপি নয়, দেশরক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। বর্তমান অবৈধ সরকার টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ রাষ্ট্র চালাচ্ছে।
বুধবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত পিপলস পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।
এসময় খালেদা জিয়া বলেন, বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, তা অবৈধ। এরা টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ রাষ্ট্র চালাচ্ছে। তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে সরকার।
বেগম জিয়া বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ নয়। দলীয় বিচারক বসানো হয়েছে। তাদের বিচার দুই রকমের। আওয়ামী লীগের কর্মী হলে শত অপরাধের পরও মাফ পাওয়া যায়। আর বিএনপির নেতা-কর্মী হলে বিনা দোষে সাজা ভোগ করতে হয়।
সম্প্রতি ব্রাজিল থেকে যে গম আমদানি করা হয়েছে তা অখাদ্য। এই অখাদ্য খাইয়ে দেশের মানুষকে মারতে চায় সরকার বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, এই পবিত্র রমজানে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যে, জুলুম, অত্যাচারি, চোর ও দুর্নীতিবাজদেরকে এমন শাস্তি দেয়া হোক, যাতে তাদের পরিণতি হয় করুন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান