মাহবুব মনি, ডেমরা : ডেমরা ও আশপাশের এলাকায় পোলট্রি খামারীরা চরম হতাশায় ভুগছেন। খামারীদের পোলট্রি খামারগুলো নানাবিধ সমস্যার কারণে বন্ধ হবার উপক্রম হয়েছে। এদিকে বেশ কয়েকজন খামারী বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাদের খামারগুলো। পাশাপাশি বাকি পোলট্রি খামারগুলোও বন্ধের দ্বারপ্রান্তে। এক্ষেত্রে তাদের খামারগুলোকে টিকিয়ে রাখতে কোন কূল-কিনারা খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন ডেমরা ও আশপাশের এলাকার একাধিক পোলট্রি খামারী।
জানা যায়, বর্তমানে বিভিন্ন সমস্যায় খামার ব্যবসায় তাদের নিয়মিত লোকসান গুনতে হচ্ছে। এ ব্যবসায় সরকারি কোন নীতিমালা না থাকায় ভারতীয় বাচ্চা ও ওষুধে বাজার ছেয়ে গেছে। তাই প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানের ভারে ছোট-খাটো পুঁজির পোলট্রি খামার আজ বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। এক দিনের বাচ্চা, ওষুধ, খাদ্য এবং খামারে ব্যবহৃত আনুষাঙ্গিক উপকরণের মূল্য বৃদ্ধির কারণে ডেমরা ও আশপাশের এলাকায় পোলট্রি খামারগুলো দিনদিন বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী মেহেদি হাসান জানান, এক মাসে একটি মুরগির আড়াই থেকে পৌঁনে ৩ কেজি খাবারের প্রয়োজন হয়। ১ কেজি খাবারের দাম ৪৬ টাকা কেজি হিসেবে দাঁড়ায় ১’শ ২৬ টাকা। ভ্যাকসিন ও ওষুধপত্রসহ বাচ্চার দাম ৭৫ টাকা। কর্মচারী, সেট ভাড়া ও অন্যান্য খরচ মিলে ৭ টাকা। সব মিলে দেড় কেজি মুরগি উৎপাদন খরচ দাড়ায় ১’শ ৯৭ থেকে ২’শ ৭ টাকা। অথচ সেই মুরগি এখন পাইকারি বিক্রি করতে হচ্ছে ২’শ ৪ থেকে ২’শ ৫ টাকায়। এদিকে অতিরিক্ত গরমে মুরগির ঠান্ডা লেগে রোগ প্রতিরোধ ক্ষমতা (বাড়ছা) হারিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক মুরগি মারাও যায়। এতে করে অনেক খামারী পুঁজি হারায়। তিনি আরও জানান, অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে লোকসানের ভারে জর্জরিত হয়ে অবশেষে খামারই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
পোলট্রি ব্যবসায় ধ্বসের ফলে বেকার হয়ে পড়ছে এ শিল্পের সাথে জড়িত অনেক খামার মালিক ও শ্রমিক-কর্মচারীরা। ডেমরা নলছাটার খামার মালিক সমসের মিয়া জানান, কয়েক বছর আগে ডেমরার অনেক নারী-পুরুষ চরম বেকারত্ব ঘোচাতে পোলট্রি খামার গড়ে তোলে। তখন থেকে দেখাদেখি ছোট, বড় এবং মাঝারি খামার গড়ে তোলার হিড়িক পড়ে যায় বেকার নারী-পুরুষদের মাঝে। কিন্তু ক’বছর যেতে না যেতেই নানা রোগবালাই, খাদ্য ও খামার চালাতে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ নানা কারণে গভীর সংকটে পড়ে এ শিল্প। খরচ চালাতে না পাড়ার কারণে ডেমরা ও আশপাশের এলাকায় ইতিমধ্যেই বন্ধ হয়ে যায় শতাধিক খামার। পূর্ব ডগাইর গ্রামের পোলট্রি খামার ব্যবসায়ী আব্দুল বাতেন জানান, মাত্র ৪ থেকে ৫ বছর আগেও একটি লেয়ার বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে সেই বাচ্চার দাম ৭২ থেকে ৭৫ টাকা। বন্ধ হয়ে যাওয়া খামার মালিক মো. ছালাম জানান, লোকসান দিতে দিতে ঋণগ্রস্ত হয়ে তিনি ব্যবসাই ছেড়ে দিয়েছেন। এক বছরে তাকে লোকসান গুণতে হয়েছে কমপক্ষে ২ লাখ টাকা। ডেমরা ও রূপগঞ্জের ক’জন পোলট্রি খামার ব্যবসায়ী জানান, বেকার যুবকরা অনেক আশা করে লাভের আশায় ঋণ নিয়ে খামার গড়ে তুলেছিল। কিন্তু লোকসান গুনতে গুনতে অবশেষে ব্যবসা ছেড়ে অন্যত্র পাড়ি জমায়। এই হচ্ছে সার্বিক অবস্থা। অথচ একদিনের বাচ্চার দাম, খাদ্যসামগ্রী, ওষুধপত্র, ভ্যাকসিন, শ্রমিকের মজুরি বৃদ্ধি, ডিমের দাম হ্রাসসহ নানা প্রতিকূলতার মাঝেও ডেমরাও আমপাশের এলাকার পোলট্রি শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। মালিকরা এক ঝলক আশার আলো দেখতে শুরু করেছিল ইতিপূর্বেও। পোলট্রি শিল্প গড়ার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল ও বেকারত্ব মোচনের স্বপ্নকে বুকে ধারণ করে অনেকেই নতুন করে এ শিল্প স্থাপনে এগিয়ে আসার চেষ্টা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান