ডেস্ক : রাজতন্ত্রের সূতিকাগার বাকিংহাম প্যালেসের মেরামত কাজ শুরু হওয়ায় বাকিংহাম প্যালেসের বাইরে যেতে হচ্ছে রানী দ্বিতীয় ভিক্টোরিয়াকে।
তবে প্যালেসের বাইরে গেলেও গৃহহীন হচ্ছেন না ৮৯ বছর বয়সী রানী। কারণ লন্ডনের কাছে উইন্ডসর ক্যাসল, স্কটল্যান্ডে বালমোরাল ক্যাসল ও পূর্ব লন্ডনের নরফোকে সানডিংহাম হাউজে তার বাসস্থান রয়েছে।
রাজপরিবার সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯৫২ সালে প্রাসাদটি মেরামত করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর বৈদ্যুতিক ও পানির লাইনে সমস্যা দেখা দিয়েছে। ওগুলো নতুন করে বসানো প্রয়োজন। তাই ৭৭৫টি রুম বিশিষ্ট ওই ভবনটির জন্য দেড়শ’ মিলিয়ন পাউন্ডের মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে।
ব্যয়ের সম্পূর্ণ অর্থ রানীর মালিকানাধীন ক্রাউন স্টেটের আয় থেকে নেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি