ডেস্ক : পাকিস্তানের তাপদাহে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে বলে জানাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
রাজধানী করাচিতে প্রচণ্ড তাপদাহে এখন পর্যন্ত আটশোর বেশী মানুষ মারা গেছে।
বিপর্যস্ত জনগণকে জরুরী চিকিৎসা দিতে শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়েছে।
হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে, এমনকি মর্গেও আর মৃতদেহ রাখবার জায়গা হচ্ছে না।
সিন্ধ প্রদেশে হাজারের মতো মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, যাদের বেশিরভাগের অবস্থাই নাজুক
পাকিস্তানের রাজধানী করাচিতেই বেশি মানুষ আক্রান্ত হয়েছে, শুধু করাচিতেই মারা গেছে ৭৮০ জন।
করাচিভিত্তিক সাংবাদিক মুনির আহমেদ জানিয়েছেন সেখানে বৃদ্ধ ও দরিদ্র মানুষেরাই তাপদাহে বেশি আক্রান্ত হচ্ছে।
করাচিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে ফলে পানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে।
প্রচ- তাপদাহের মধ্যে করাচিতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবিসির সাংবাদিক সাহেব জিলানি জানাচ্ছেন দেশটিতে গ্রীষ্মকালে প্রচ- গরম পড়াটা অস্বাভাবিক কিছু না হলেও এখন সেখানে অনেক সময় ধরে বিদ্যুৎ থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে দাড়িয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে করাচিতে বিক্ষুব্ধ মানুষ সরকারবিরোধী মিছিলও করেছে।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান