ঢাকা : দ্বৈতনীতি অবলম্বন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি রক্ষা কমিশন (দুরক) পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।
দুদকের দ্বৈতনীতি আইনের কঠোর সমালোচনা করে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের জন্য এক রকম আইন ও বিএনপির জন্য আরেক রকম আইন ব্যবহার করে দ্বৈতনীতি অবলম্বন করেছে। যার ধারাবাহিকতায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলায় দুদক কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা মনে করি দুর্নীতি দমন কমিশনের অবস্থান যদি এমনটাই হয়, তাহলে তাদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে বিএনপির সকল নেতাকর্মীদের অব্যাহতি দিতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একদিকে শাসক দলের নেতাদের দুর্নীতি মামলায় ‘ক্লিন সার্টিফিকেট’ দিয়ে অব্যাহতি দিচ্ছে । অন্যদিকে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি অব্যাহত রেখেছে।