লালমনিরহাট : গত ২৪ ঘণ্টার টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি বুধবার সকাল থেকে আবারো বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার কিছুটা নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, পাটগ্রাম উপজেলার ছিটমহল দহগ্রাম- আঙ্গ্রপোতা, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, কালীগঞ্জ উপজেলার বৈরাতি, ও আদিতমারী উপজেলার মহিষখোচা কলতারপাড় চরাঞ্চল প্লাবিত হয়েছে।
এ ছাড়া তিস্তা-ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙ্গন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান