খুলনা: যুবলীগ কর্মী সজীব হত্যাকাণ্ডের ঘটনায় পক্ষে ও বিপক্ষে সমাবেশ আহ্বান করায় খুলনার জিরোপয়েন্টে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বুধবার বিকেলে ওই স্থানে দু’পক্ষ সমাবেশ আহ্বান করায় উদ্ভুত বিশৃঙ্খলা পরিস্থিতি প্রতিরোধে এ নির্দেশনা দিয়েছে কেএমপি। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনাকাক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ১৯৮৫ সালের খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারা অনুযায়ী, জিরোপয়েন্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুন গল্লামারী মোহাম্মদনগরের রূপসী রূপসা এলাকায় যুবলীগ কর্মী মো. ইমরান সজীব আকন হত্যাকাণ্ডে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম হাফিজুর রহমান হাফিজসহ কয়েকজন যুবলীগ কর্মীকে আসামি করে ওইদিন রাতে মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল ইসলাম আকন।
যুবলীগ নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে জিরোপয়েন্টে সমাবেশ আহ্বান করা হয়।
অপরদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই স্থানে, একই সময়ে সমাবেশ ও মানববন্ধন আহ্বান করে অপরপক্ষ।