চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত থেকে ৪টি ভারতীয় পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ৮টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সকালে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপণ সংবাদের ভিত্তিতে সীমান্তের ৭৩ নম্বর মেইন পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটির গর্ত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি ভারতীয় ৯ ইঞ্চি লম্বা পিস্তল ও ৪ রাউন্ড ৮ এম এম কে এফ গুলি উদ্ধার করে।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ভারত থেকে বিভিন্ন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ আগ্নেয়াস্ত্রগুলো বাংলাদেশে আনা হয়েছিল।