রাজশাহী : রাজশাহী নগরীতে নকল গ্লুকোজ ডি তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নগরীর মীর্জাপুর এলাকায় বাসা বাড়িতে গড়ে ওঠা ঐ কারখানায় অভিযান চালায়।
এ সময় মেসার্স মেঘনা ফুড প্রডাক্টের নামে ঐ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট, ম্যাঙ্গো চকলেট উদ্ধার করা হয়।
আটক করা হয় কারখানা মালিক আবু জাহেরকে (৪৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জরিমানা করা হয় নগদ দুই লাখ টাকা। অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেন আদালত। ঐ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।
অভিযান পরিচালনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সঙ্গে নিয়ে ঐ অভিযান চালান। অভিযানে নকল গ্লুকোজ ডি তৈরীর মেশিনসহ বিপুল পরিমাণ গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট ও চকলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া নকল পণ্য তৈরী করার দায়ে কারখানার মালিক আবু জাহেরকে আটক করা হয়। আটকের পর আবু জাহের দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যান্ড ইন্সটিটিউটের (বিএসটিআই) কোনো অনুমোদন ছাড়ায় নকল পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ডা দেয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান