বুধবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বেঙ্গল শিপিং কোম্পানির লঞ্চ এমভি মিতালী-৪ উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
নৌপথ নিরাপদ রাখতে মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, “সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা, প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত টার্মিনালে অবস্থান করবেন। কোনো লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে, সেদিকেও তারা লক্ষ রাখবেন। পাশাপাশি স্পিডবোটে করে টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে মাঝপথে নৌকায় করে যাত্রী লঞ্চে না ওঠে।”
নৌমন্ত্রী বলেন, “বর্তমান সরকার গত পাঁচ বছরে ৮০০ কিলোমিটার নদীপথ সচল করেছে। নতুন ১৭টি ফেরি নির্মাণ করেছে। বিআইডব্লিউটিসি থেকে কোনো নৌযান ছিল না। ইতিমধ্যে এই সংস্থার কয়েকটি নৌযান উদ্বোধন করা হয়েছে।”
বেঙ্গল শিপিং কোম্পানির স্বত্বাধিকারী মো. আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান, সদস্য (অপারেশন) ভোলা নাথ দে প্রমুখ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান