কক্সবাজার : কক্সবাজারের ফেনীতে ৬ লাখ ইয়াবাসহ পুলিশের এক পুলিশ কর্মকর্তা আটকের ঘটনায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেনকে ক্লোজড ও জেলার ১০ উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।
মঙ্গলবার তাদের এ বদলি সংক্রন্ত আদেশপত্র পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছেছে। বদলি হওয়াদের দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার ছেড়ে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ডিবি ওসিকে ক্লোজড করে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া বদলিকৃত দারোগাদের মধ্যে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াবা মামলার আসামি বিল্লাল হোসেনকে ফেনী, উপ-পরিদর্শক (এসআই) একরামুল হককে খাগড়াছড়ি, উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ভূঁইয়াকে রাঙ্গামাটি, উপ-পরিদর্শক (এসআই) মো: আমীরকে নোয়াখালী, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম কামালকে রাঙ্গামাটি, কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে চাঁদপুর, উপ-পরিদর্শক (এসআই) মাসরুরুল হককে লক্ষীপুর, মো: ফিরোজ আলমকে রাঙ্গামাটি, টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সেলিম ও উখিয়ার উপ-পরিদর্শক (এসআই) সেলিমকে লক্ষ্মীপুর বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০ জুন রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার লালপোল এলাকায় একটি প্রাইভেট কার আটকের পর সেখান থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ দুই জনকে গেফতার করে র্যাব।
গ্রেফতার হওয়া দুই জন হলো, ঢাকার এসবির টেকনিক্যাল সেকশনের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান (৩৫) ও তার গাড়িচালক জাবেদ আলী (২৯)। বিশাল ইয়াবার এই চালান নিয়ে পুলিশের দারোগা আটকের ঘটনাটি পুরো দেশ জুড়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান