রাজশাহী: রাজশাহী নগরীর শাহমখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর নওদাপাড়া এলাকা থেকে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আবুল কাশেম নগরীর উপকণ্ঠ পবা উপজেলার নতুনপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।
পুলিশের ভাষ্য, হরতাল চলাকালে আবুল কাশেম নগরীর শাহ মখদুম থানার আলিম-লাম-মীম ভাটা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। এ সংক্রান্ত পুলিশের দায়ের করা মামলার অন্যতম আসামিও ছিলেন তিনি। ওই মামলায় মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমা- চাওয়া হয়েছে।
নগরীর শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুন-আর-রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। খবর পেয়ে সোমবার মধ্যরাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, হরতাল ও অবরোধ চলাকালে গত ৬ জানুয়ারি সকালে নগরীর আলিফ লাম-মীম-ভাটায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে পুলিশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শাহ মখদুম থানার এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান